৩৮.৮২ বর্গ কিলো মিটার আয়তনের ০৯ নং আনুলীয়া ইউনিয়নের একমাত্র আধুনিক ইউনিয়ন কমপ্লেক্সটি ৯৭ শতক জমির উপর প্রতিষ্ঠিত।ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪৩১৬ জন ।এদের মধ্যে পুরুষ ১২০৪৪ জন ও মহিলা ১২২৭১ জন ।এখানে শিক্ষার হার শতকরা ৫০ ভাগ ।ইউনিয়নের দক্ষিনে প্রতাপনগর ইউনিয়ন,উত্তরে খাজরা ইউনিয়ন,পূর্বে কপোতাক্ষ নদ ও পশ্চিমে খোলপেটুয়া নদী।মোট পরিবারের সংখ্যা ৪৮৪২টি ।আনুলিয়া ইউনিয়নে ৪৯ টি ব্রিজ কালবার্ট ০৫টি সুইচ গেট ০২ টি স্বাস্থ্যকেন্দ্র ৪৭ টি মসজিদ ১২টি মন্দির ২১টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ডাকঘর রয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS